Thursday, October 23, 2025

এইচএসসির খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ নিয়ে যা জানা গেল

আরও পড়ুন

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের আবেদনের শেষদিন আজ। কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিতে গত ১৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ায় বৃহস্পতিবার (২৩ অক্টোবর) পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।

সম্প্রতি প্রকাশিত ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, ফল পুনঃনিরীক্ষণের জন্য শিক্ষার্থীদের অনলাইনে https://rescrutiny.eduboardresults.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। তবে কোনো ম্যানুয়াল আবেদন গ্রহণ করা হবে না। এ ক্ষেত্রে প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা ফি দিতে হবে। আর দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্যই আবেদন করতে হবে।

আরও পড়ুনঃ  আজ যে দামে বিক্রি হবে সোনা

এর আগে গত ১৬ অক্টোবর একযোগে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এ বছর এইচএসসিতে পাশের হার ৫৮ দশমিক ৮৩। এছাড়া জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন। যেখানে গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী। এই হিসাবে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৭৬ হাজার ৮১৪ জন।

এদিকে এইচএসসির ফল প্রকাশের একমাসের মধ্যেই খাতা চ্যালেঞ্জ বা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হতে পারে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার। গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, এইচএসসির ফল প্রকাশের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের নিয়ম রয়েছে। এই হিসাবে আগামী ১৬ নভেম্বরের মধ্যেই ফলাফল প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  হাসপাতালের হিমঘর থেকে লাশের দুই চোখ গায়েব!

অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার আরও জানিয়েছেন, যাদের ফল পরিবর্তন হবে, তাদের এসএমএসের মাধ্যমে ফল জানিয়ে দেয়া হবে। এছাড়াও সংশোধিত ফল বোর্ডের ওয়েবসাইটেও প্রকাশিত হবে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ